শেরপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আজ এই জনসমুদ্রে দাঁড়িয়ে ক্ষমা চাইছি।'
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, 'নির্বাচিত হতে পারলে একটি শান্তিপূর্ণ শেরপুর গড়ে তুলবো। কোনো অপরাধী, চাঁদাবাজ বা জুলুমকারীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না-সে আমার দলের হোক বা আত্মীয় হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, তার অংশ হিসেবেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা মাথা পেতে গ্রহণ করেছি।’ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শেরপুরের মানুষের মতামত নিয়ে সমতা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক মুক্তির একটি পরিকল্পনা সবার সামনে তুলে ধরা হবে।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ থেকে প্রচারণা শুরু হলো। আমি সব জায়গায় যেতে পারবো না, তবে যারা আজ এখানে এসেছেন তারা আমার হয়ে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন। সীমান্তের উপেক্ষিত কন্যা শেরপুরে যেন কোনো জালেম, অত্যাচারী বা দখলবাজ সৃষ্টি না হয়-সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ এ সময় তিনি বিভ্রান্ত ভোটারদের উদ্দেশে বলেন, ‘দল ও দেশকে ভালোবেসে আসুন, ধানের শীষের পক্ষে কাজ করুন।’
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হযরত আলী, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপন ও কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারণার প্রথম দিনে জনভোগান্তি এড়াতে শহরের বাইরে আয়োজিত এই জনসভায় দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হওয়ায় সভাস্থলে মানুষের ঢল নামে এবং পুরো মাঠ ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।