জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি আবারও দখলদার, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের হাতে যাবে? নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজারে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, বিগত স্বৈরাচারদের সময় দেশে অনেক হিন্দু ভাই-বোনদের সম্পত্তি দখল হয়েছে। কারা দখল করেছে, সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা নেতা হিন্দুর সম্পত্তি দখল করেছে এ রকম প্রমাণ কেউ দিতে পারবে না।
তিনি বলেন, হিন্দুর সম্পত্তি তারাই দখল করেছে ভারত যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ভারত কাদের বন্ধু বানিয়েছে আপনারা জানেন? ফ্যাসিবাদ আওয়ামী লীগকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো সম্পত্তি জোরপূর্বক দখল করে না, বাড়ি দখল করে না, লুটপাট করে না।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস, খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার, ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মো. বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. ইব্রাহীম, মিয়াবাজার কলেজের সাবেক প্রিন্সিপাল হারুনুর রশিদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ মজুমদার, আবুল খায়ের মজুমদার প্রমুখ।