Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই যোদ্ধার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জুলাই যোদ্ধা শহীদ মো. আব্দুল গণি শেখের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কবর জিয়ারত শেষে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তাদের আদর্শ ও চেতনা ধারণ করেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।