Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর ট্রাক মার্কা নিয়ে লড়বেন।

বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি আনুষ্ঠানিক সমর্থন থাকলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে নুরুল হক নূরের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারেন হাসান মামুন। কারণ স্থানীয় বিএনপির একটি বড় অংশের সমর্থন তার পক্ষে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্র থেকে নেতাকর্মীদের নূরের পক্ষে কাজ করার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে দলের একাংশ তা সাংগঠনিকভাবে অনুসরণ করেনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একই দিনে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।