ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দক্ষিণাঞ্চলের ওলামা মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। নির্বাচনে বিজয়ী হয়ে দেশের শীর্ষ আলেমদের রাজনৈতিক দলগুলোর সাথে জোট করে দেশ পরিচালনা করেছে। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপি আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাাহ আল মানসুরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, মইনুল হোসেন চপল, শামিম মোল্লা, মামু আরিফ, আবেদ হোসেন, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, সৈয়দ কাসেম প্রমুখ।