Image description
 

সচিব
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অতিরিক্ত সচিব
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সরদার মো. কেরামত আলীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. রাশিদা ফেরদৌসকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে বিজেএমসির চেয়ারম্যান, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়কে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত), জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মিজ্ শাহানা সারমিনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সামসুর রহমান খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

যুগ্মসচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) (ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এ প্রশিক্ষণ শেষে যোগদানকৃত) মিজ লুবনা সিদ্দিকীকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. রেজাউল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আহসান হাবিবকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) (এনডিসি কোর্স-২০২৫ শেষে সদ্য যোগদানকৃত) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ জাতীয় সংসদের যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মিজানুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য, পরিকল্পনা কমিশনে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ রাশেদ ওয়াসিফকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত যুগ্মসচিব এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাবেত আলীকে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক পদে নিয়েগের জন্য তার চাকরি জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) মো. আনোয়ার হোসেনকে অবসর প্রদান করা হয়েছে।

উপসচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত) মিজ্ জান্নাতুল ফেরদৌসকে বিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সাইফুল ইসলামকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব), ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব বি. এম. মশিউর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, সৌদি আবরস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবুল লাইছকে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ড. সাইফুর রহমানকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত) মিজ্ ফারজানা আহমেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব, স্থানীয় সরকার কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলির আদেশাধীন পরিকল্পনা বিভাগের উপপ্রধান (সংযুক্ত) তানভীর বাশারকে স্থানীয় সরকার পিরোজপুরের উপপরিচালক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) এর দায়িত্ব হতে অবমুক্ত উপসচিব প্রসূন কুমার চক্রবর্ত্তীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব), আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের (২য় পর্যায়) উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. নুরুল হুদাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল হাই মিলটনকে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়াশীমুল বারীকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক এবং ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাইফুল ইসলামকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মজিবুর রহমানকে অবসর প্রদান করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব
জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপক মো. জাকির হোসেনকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন কর্মকর্তা, দিনাজপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন মো. নুর-ই-আলম সিদ্দিকীকে “ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (ইডিএলএমএস)” শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এস. এম. রাসেল ইসলাম নূরকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) উপপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) ইমতিয়াজ মোরশেদকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক মিজ ঊর্মি রায়কে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সিলেটের উপপরিচালক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ্ পীরজাদী ফারজানা হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জহিরুল ইসলামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) অংগ্যজাই মারমাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) ফাহমি মো. সায়েফকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সচিব হিসেবে বদলির আদেশাধীন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মুসফিকুল আলম হালিমকে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. কামরুজ্জামানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) এর একান্ত সচিব করা হয়েছে।

 


শীর্ষনিউজ