Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ‘হ্যা’ ভোট জয়ী করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে। 

দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপির গণভোটে অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা চলছে। এবার সে আলোচনার জবাব দিলেন দলটির নেতা ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি ‘হ্যা’ ভোটের পক্ষে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির এ নেতা। আজ রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এ কথা বলেছেন।

ইশরাক হোসেন লিখেছেন, অবশ্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।