আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বড় ধরনের ওলটপালট ঘটেছে। এই আসনের হেভিওয়েট প্রার্থী ও বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহর পথ আরও প্রশস্ত হলো।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় কমিশন। ইসি সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এবং এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ একে অপরের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে পাল্টাপাল্টি আপিল করেছিলেন। কমিশন উভয় পক্ষের যুক্তি ও তথ্য বিশ্লেষণ শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখে এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়।
দেবীদ্বার আসনের এই নাটকীয় মোড় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। একদিকে বিএনপির মূল প্রার্থীর বাদ পড়া দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা টিকে যাওয়ায় নির্বাচনী মাঠে জোটের অবস্থান আরও সংহত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।