ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্ল্যা পদত্যাগ করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আজকের পর থেকে তিনি বিএনপির রাজনীতি করবেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে লিটন মোল্ল্যা বলেন, ‘আমি কোনো ধরনের চাপ বা ভয় ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে আমার যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরিদপুর-২ আসনে দলটির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সঙ্গে কাজ করব।’
এ সময় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির নেতা পান্নু মিয়া, খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্ল্যা, মাসুদ মোল্ল্যাসহ সালথা উপজেলায় কর্মরত সাংবাদিকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।