Image description

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানই আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন— এমন মন্তব্য করেছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানান।

বক্তব্যের শুরুতে বাংলাদেশে আসায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এএমএম বাহাউদ্দীন। তিনি বলেন, ‘৫ আগস্টের আগের সময় এবং পরের সময়ের সাংবাদিকতা আলাদা করে স্মরণ রাখতে হবে। বিগত ১৮ বছর সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন ছিল। বিদেশে বসে সাংবাদিকতা করা এক বিষয়, আর নলের মুখে থেকে সাংবাদিকতা করা আরেক বিষয়।’

দৈনিক ইনকিলাবের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, পত্রিকাটি বন্ধ করা হয়েছিল। তাদের কার্যালয় থেকে নিউজ এডিটর, চিফ রিপোর্টারসহ ছয়জনকে তুলে নিয়ে যাওয়া হয়। নিজে পলাতক ছিলেন এবং বাসা ও অফিসে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এএমএম বাহাউদ্দীন বলেন, মাহমুদুর রহমান, ব্যারিস্টার মইনুল হোসেন, শফিক রেহমান, আবুল আসাদসহ বিভিন্ন ব্যক্তির ওপর সংঘটিত অন্যায়ের খবর দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, কেউ বিদেশে থাকা বা কারাবন্দী থাকার কারণে এসব খবর দেখতে না-ও পেয়ে থাকতে পারেন। এসব বিষয় বিএনপির মনে রাখা উচিত।

তিনি আরও বলেন, ‘এখনকার পরিবেশে যে সাংবাদিকতা সম্ভব, তখন তা করা যায়নি। তারপরও গুরুত্বসহকারে অনেক খবর প্রকাশ করা হয়েছে। তারেক রহমানের যে রাজনৈতিক ব্যক্তিত্ব আজ গড়ে উঠেছে, তার পেছনে ৫ আগস্ট-পূর্ব সময়ের সাংবাদিকতার ভূমিকা রয়েছে।’

অনুষ্ঠানে ইনকিলাব সম্পাদক বলেন, তার ব্যক্তিগত বিশ্বাস, প্রত্যাশা এবং বিভিন্ন জরিপ অনুযায়ী তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। এ সময় তিনি আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা রয়েছে।