Image description

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি সকাল ৯ টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। ভাসানীর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বেলা তিনটায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন তিনি। 

পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন। 

পরদিন ১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পন্চঘরে দুপুর দেড়টায় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে নীলফামারীর যাবেন বিকাল ৪টায়। করবেন জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত। সেখান থেকে লালমনিরহাট গিয়ে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭,টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১ টায় রংপুর ফিরে রাত যাপন করবেন। এরপরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনী এলাকায় সফর ও ফেরার পথে মহাস্থানগড়ে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ঢাকায় রাত ২টায় পৌছাবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চারদিনের উত্তরান্চল সফর উপলক্ষে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে এক্ষেত্রে নির্বাচন কমিশনের জারি করা  আচরণ বিধি কোনক্রমেই লঙ্ঘন করা হবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত ও বিতর্কিত ওয়ান ইলেভেন বা ১/১১'র সেনাসমর্থিত ফখরুদ্দীন-মইনুদ্দিনের বিশেষ সরকারের সময় গুরুতর অসুস্থ অবস্থায় তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে চিকিৎসার জন্য লন্ডন যান। সেই থেকে দীর্ঘ ১৭ বছর সাড়ে ৩ মাস পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর গত ৩০ ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেন। এসময় তিনি হাসপাতালে মায়ের শয্যাপাশে ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান। মায়ের মৃত্যুর পর তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে অংশ নিলেও এই প্রথম রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। আর সেই কর্মসূচি শুরু হচ্ছে উপমহাদেশে মজলুম নেতা হিসেবে সাধারণের কাছে গ্রহণযোগ্য ও সমাদৃত  মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরের নিরাপত্তা সমন্বয় করবেন সাবেক সেনাকর্মকর্তা ক্যাপ্টেন মো. গানিউল আজম, যিনি গতরাতে (মঙ্গলবার) নিরাপত্তা টিমের সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন।