কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হবে। বিএনপি সবসময় দেশের আলেম-ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, কখনোই আলেম-ওলামাদের খাটো হতে দেয়নি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ওলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনাতুল্লাহ খান, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মিজানুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসানসহ জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ওলামা দলের নেতাকর্মীরা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাতেই তা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।