Image description

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে ৭৭টি মামলা থাকলেও বর্তমানে কোনো মামলা চলমান নেই। তিনি হলফনামায় লিখেছেন, আমার জানামতে আমার বিরুদ্ধে দায়েরকৃত যে সকল মামলা ছিল, উহার তথ্য বিবরণী ওপরের ৩(গ) নম্বর ছকে উল্লেখ করলাম। উপরোল্লিখিত মামলাগুলো ছাড়া অন্য কোনো মামলা আমার বিরুদ্ধে চলমান থাকলে উক্ত বিষয়ে আমি অদ্যাবধি অবগত নই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি বলে তার জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-বারিধারা) আসন থেকে প্রার্থী হিসেবে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য দিয়ে ২০১৫ সাল থেকে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিতর্কের অবসান ঘটিয়েছেন। এতে আরও উল্লেখ রয়েছে, বিদেশে তার কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই।

হলফনামা ও আয়কর রিটার্ন অনুযায়ী, তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আসে। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা।

তার নিজ নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস নেই। তার নগদ অর্থ ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। ব্যাংকে এফডিআর ও অন্যান্য আমানত আছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা। এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির শেয়ার এবং কোম্পানির মালিকানায় মোট ৬৮ লাখ ৫০ হাজার টাকার বিনিয়োগ রয়েছে। অর্জনকালীন মূল্যে তার ২ হাজার ৯৫০ টাকার অলংকার ও ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্র আছে। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই।

তারেক রহমানের নিজের কোনো কৃষিজমি নেই। তবে ২.১ একর ও ১.৪ শতাংশ অকৃষি জমি আছে, যার অর্জনকালীন মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ছাড়া ২.৯ শতাংশ জমির ওপর একটি ভবন রয়েছে, যা উপহার হিসেবে পাওয়ায় এর মূল্য অজানা উল্লেখ করা হয়েছে। তার বা তার ওপর নির্ভরশীলদের কোনো ঋণ নেই।

স্ত্রী ডা. জুবাইদা রহমানের নগদ অর্থ ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা এবং ব্যাংকে এফডিআর ও সঞ্চয়ী আমানত ৩৫ লাখ ১৫ হাজার ২৬০ টাকা। তার স্ত্রীর মোট সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা এবং বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা। যৌথ মালিকানায় তাদের ১১১.২৫ শতাংশ জমি এবং ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন রয়েছে।

হলফনামায় তারেক রহমান নিজের পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। বয়স ৫৭ বছরের কিছু বেশি। বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউ।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।আ