ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে এই এলাকার অন্তত ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারা। মঙ্গলবারের মধ্যে তাকে স্বাক্ষরগুলো সংগ্রহ করতে হবে। এর মধ্যে একদিনে তিনি প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছেন।
রবিবার রাতে এক ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আমরা সকাল থেকে আপনাদের সাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার সাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে ৫ হাজার সাক্ষর সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, এটার জন্য আমাদের মাহি, সাগরিকা ও রাফির মতো ইনোভেটিভ স্বেচ্ছাসেবক লাগবে। ওনারা আমাদের কাছ থেকে একটা ফর্ম নিয়ে যেয়ে অল্প সময়ের মধ্যে ১০, ২০ টা সিগনেচার কালেক্ট করে আমাদের কাছে ফর্মটা এনে দিয়েছেন।
স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে দুইটি বুথ বসিয়ে কার্যক্রম চালাচ্ছেন তিনি। এর মধ্যে বুথ ১: খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন, ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে আর বুথ ২: বাসাবো বালুর মাঠ, সবুজবাগ।