Image description

মনোনয়ন ফরমে প্রার্থীর সন্তানেরও আয়করা নথি জমা দিতে হবে— এই বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, আরপিওতে কোথাও এই বিধান নেই।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় নজরুল ইসলাম খান বলেন, “বেশিরভাগ প্রার্থীর সন্তানেরা নিজেরাই ট্যাক্স প্রদান করেন। কেউ দেশের বাইরে থাকেন। তারা আর্থিকভাবে নিজেরা প্রতিষ্ঠিত। মনোনয়ন ফরমে প্রার্থীর সন্তানের আয়কর নথি জমা দেয়ার বিষয়টি বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, এ ব্যাপারটি তারা ব্যাখ্যা করবেন। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “জামায়াত ও এনসিপি জোট করবে কি করবে না সেটা তাদের বিষয়। এটা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।”

বিএনপির শরিকদের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ প্রয়োজনে হয়তো এখনো কিছু পরিবর্তন আসতে পারে।”

শীর্ষনিউজ