Image description

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

রোববার দুপুরে রাজধানীর গুলশানে অবস্থতি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানা যায়।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের জন্য চেয়ারপারসন কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি রুম প্রস্তুত করা হয়েছে। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এদিকে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। সেই লক্ষ্য আজকে রাজধানীর সেগুনাবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন।