Image description

বিএনপির মনোনয়ন ও জোটের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের অন্তত পাঁচ জেলায় উত্তেজনা দেখা দিয়েছে। গফরগাঁওয়ে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। চান্দিনায় মহাসড়কে বিক্ষোভ করা হয়েছে। মনিরামপুরে কাফনের কাপড় পরে মিছিল করেছেন নেতাকর্মীরা। দশমিনায় দেওয়া হয়েছে গণপদত্যাগের হুমকি। কিশোরগঞ্জে মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নেতার মৃত্যু হয়েছে।

গফরগাঁওয়ে রেললাইনে আগুন, রণক্ষেত্র
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির মনোনয়ন দেওয়ায় এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে। একাংশের নেতাকর্মীরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছেন। রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। স্টেশন মাস্টারকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম মোতায়েন করা হয়। 

 

শনিবার বিকেলে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের অনুসারীরা রাজপথে নেমে আসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেন চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও রেলওয়ে পুলিশ কাজ করছে।

 

মনোনয়ন পাওয়ার পর আক্তারুজ্জামান বাচ্চু সমকালকে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সবাইকে নিয়ে বৈষম্যহীন গফরগাঁও গড়ে তুলব।
মনোনয়নবঞ্চিত মুশফিকুর রহমান জানান, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি যোগ্য নন। এ কারণে বিএনপির সব পক্ষ এক হয়ে মাঠে নেমেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রেললাইনের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সব রাস্তায় যানবাহন এবং উপজেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

চান্দিনায় কাফন পরে মহাসড়কে
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন উপজেলা নেতাকর্মীরা। এ দাবিতে শনিবার বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তবে দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্য এলডিপি ছেড়ে আসা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

মনিরামপুরে কাফন পরে বিক্ষোভ
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে পুনর্বহালের দাবিতে নেতাকর্মীরা কাফন পরে মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার বিকেলে পৌরশহরে বিএনপির হাজারো নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন।

এর আগে ৪ ডিসেম্বর এই আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। গত বুধবার এই আসনে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করা হয়। এতে বিএনপির নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়েন।

গণপদত্যাগের হুমকি
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে ধানের শীষ প্রতীক না দিলে গণপদত্যাগের হুমকি দিয়েছে দশমিনা উপজেলা বিএনপি। একই সঙ্গে তাঁকে স্বতন্ত্র প্রার্থী করার ঘোষণাও দেওয়া হয়েছে। শনিবার উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দশমিনা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার জানান, নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন। তাঁকে মনোনয়ন না দিলে সবাই পদত্যাগ করবেন। হাসান মামুন মোবাইল ফোনে বলেন, ‘নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সঙ্গেই থাকব।’

এই আসনে বুধবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কিশোরগঞ্জে মিছিলে নেতার হৃদযন্ত্র বন্ধ
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করতে গিয়ে এক নেতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।  মৃত মিজানুর রহমান (৫৫) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা)