Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

 

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা এবং শহীদদের কয়েকজন মা–বাবা।

 
 

এ সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়; বরং ডা. খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিয়ে ভোট চাইছেন। এসব গুণের কারণেই তিনি জয়ী হবেন এমন বিশ্বাস তাদের।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডা. খালিদুজ্জামান।

এ সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।