Image description
 
 
স্বাগতম Tarique Rahman
প্রায় দেড় যুগ পর দীর্ঘ জুলুম নিপীড়নের অধ্যায় অতিক্রম করে, স্বৈরাচারের পতন ও ২৪-এর অভ্যুত্থান পরবর্তী এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার এই প্রত্যাবর্তন জাতির জন্য তাৎপর্যপূর্ণ।
এই ফিরে আসা কোনো একক ঘটনার ফল নয়,এটি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগে অর্জিত। যে আশা একসময় নিভে গেছে বলে মনে হয়েছিল, তারা জীবন দিয়ে সেই আশাকে বাস্তবে রূপ দিয়েছেন। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় শহীদদের স্বপ্ন আজ আমাদের সামনে দায়বদ্ধতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
 
অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে বিবেচনায় রেখে গণতন্ত্র, সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও দেশের সর্বোচ্চ স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে আপনার দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশিত।
বিশেষভাবে আমরা বিশ্বাস করি শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আপনি একটি ঐতিহাসিক ও কার্যকর ভূমিকা রাখবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।
গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের ভিত্তিতে এই পথচলায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
 
Welcome home, to our beloved Bangladesh ????????
সালাহউদ্দিন আম্মার
সাধারণ সম্পাদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)