Image description
 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, তারেক রহমানের আগমনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সকল অপশক্তি মুগরির খোপে ঢুকে পড়বে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে পৌরসভার ড. মারুফ হোসেন ভিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে ঘিরে জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না।”

 

ড. মারুফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল গণতন্ত্র ধ্বংস ও ভোটাধিকার হরণে লিপ্ত রয়েছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত রয়েছে।

 

তিনি আরও বলেন, “দেশবাসী আজ পরিবর্তন চায়। মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।” আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় দলের ঘোষিত কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া।

পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালণায় ও আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামচ্ছুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, প্রমুখ।

সভায় পৌর বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ ও ১৫টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

সভাশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল নিয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷