ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অপরাধীরা দেশেই আছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেছেন ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাৎ এর সময় তারা আমাদের কনফার্ম করেছেন, ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে।’
ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে। ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’