গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্ব) মিরপুরে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।
জোনায়েদ সাকী বলেন, “লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ পালিয়ে গেলেও গুপ্তহত্যার চেষ্টা করছে। তারা মূলত নির্বাচন বানচাল করতে চাইছে, গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইছে।”
চব্বিশের জুলাই-আগস্টে চলা হত্যাকাণ্ডের বিচার না করলে ষড়যন্ত্রকারীরা সফল হয়ে যাবে বলেও আশঙ্কা করছেন গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “অভ্যুত্থানের শক্তিগুলো ন্যূনতম ঐক্য না রাখলে গণতন্ত্রের উত্তরণও সম্ভব হবে না।”
এর আগে সকালে রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে জোনায়েদ সাকী বলেন, “যারা চব্বিশকে একাত্তরের বিরুদ্ধে দাঁড় করায়, তারা রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যা জনগণ গ্রহণ করে না। নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়াবে তারা দেশের বিপক্ষে অবস্থান নেবে।”
মিরপুর বধ্যভূমিতে গিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “একাত্তরে স্বাধীনতা অর্জনের আগে যেমন দেশকে মেধাশূন্য করতে চক্রান্ত করেছে, ঠিক একইভাবে স্বাধীনতার ৫৪ বছর পরও কীভাবে দেশকে মেধাশূন্য করা যায় সেই চক্রান্ত চলছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে আপনারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।”
শীর্ষনিউজ