Image description

ফয়সাল নামে এক যুবক এবং আরও একজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করা এই দুই সন্ত্রাসীকে শনাক্ত করলেও তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। 

গোয়েন্দা পুলিশ (ডিবি) মনে করছেন, গুলি নিক্ষেপকারী সন্ত্রাসীদের শনাক্তের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা হয়তো বা গভীর গিয়ে গা ঢাকা দিয়েছে।
 
শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অপর একজনের সঙ্গে অটোরিকশা থাকা অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে করে এসে দুই যুবক খুবই কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। 

পরে গুলিবিদ্ধ হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসকরা শুরু করেন। একপর্যায়ে তার মাথা সিটি স্ক্যান করার পরে অস্ত্রোপচার করে। পরে হাদিকে সেই দিনই সন্ধ্যার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে নিয়ে যায়। 

নিয়ে যাওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের  ডা. মোস্তাক জানান, নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা গুলিবিদ্ধ হাদির অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটি স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই একটি পিলেট মানে ক্ষুদ্র ধাতব বলের অস্তিত্ব।  অস্ত্রোপচারের সময় সেরকম একটি পিলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যেই আছে। তবে গুলি একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেলেও গুলির অংশবিশেষ দুই একটি পিলেট রয়ে যায়। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সারে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের  প্রধান (ডিবি) মো. শফিকুল ইসলাম মোবাইলে ফোনে বাংলানিউজকে বলেন, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিম দাউদসহ দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ অব্যাহত রেখেছে। 

তবে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি করা দুই সন্ত্রাসীর প্রচারণায় হয়তোবা তারা আরও গভীরে গিয়ে গা ঢাকা দিয়েছে। তবে ইনশাল্লাহ দুই সন্ত্রাসী যেখানেই লুকিয়ে থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলির ঘটনার সময় সিসি ক্যামেরার ফুটেছে মোটরসাইকেলের পিছনে দুটি সিএনজি ছিল খুনিদের ব্রেকআপে ছিল কিনা, এগুলো আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে না। শনাক্ত সন্ত্রাসীদের  গ্রেপ্তার করলেই সব কিছু বেরিয়ে যাবে। শনাক্তকারীর দুই সন্ত্রাসীর বিস্তারিত পরিচয়, কাদের নির্দেশে, কারা জড়িত, 
গুলির ঘটনায় সবকিছু বেরিয়ে যাবে। 

অপরদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েকমাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন। এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন বিষয়টি তারা অবগত নয় তবে সে পোস্টটি তারা দেখেছেন। 

এদিকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।

গোয়েন্দা পুলিশ বলছে, হাদিকে গুলি করা শনাক্তকারীদের গ্রেপ্তার করতে পারলেই তাদের পরিচয় ও সব কিছু জানা যাবে। 

এর মধ্যে শনিবার দুপুরে একই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, ওসমান হাদির ওপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে। 

এ ছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।