Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন দেশের জনগণ। সবার মতোই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, প্রশাসনের রদবদল হচ্ছে। উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না? 

 

তিনি আরও বলেন, আমার ভাই উসমান হাদী আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না।

আজ মেডিকেল বোর্ড ও গুলিবিদ্ধ উসমান হাদী ভাইয়ের সাথে কথা বলে এই প্রতিক্রিয়া জানান  রাশেদ খাঁন।

 

তিনি বলেন, বন্ধু বেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে। ছাত্রলীগের দুর্বৃত্তরা, তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে, সংখ্যায় হয়তো অল্প। এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে।  

 

তিনি আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের প্লান নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। 

রাশেদ খাঁন বলেন, এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনার, তার বরাবর আমি চিঠি দিয়েছি। আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করেছি যে, আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন, আওয়ামী লীগের দোসরদেরকে সুযোগ দেন, তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না। 

তীব্র প্রতিক্রিয়ায় রাশেদ বলেন, যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। আমরা দেখছি ডিসি, এসপি সহ প্রশাসনের রদবদল হচ্ছে। উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না?