Image description

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্তপথ ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালাতে না পারে, সে লক্ষ্যে হবিগঞ্জ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।

 

শুক্রবার থেকে ৫৫ বিজিবির অধীনস্থ ১৬টি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল জোরদার করা হয়েছে। সম্ভাব্য অবৈধ পারাপারের স্থানগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

 

এ বিষয়ে যে কোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।