Image description

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। এদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, ডাকসু ও আপ বাংলাদেশ।

আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওদিকে হাদির ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এ নিন্দা ও প্রতিবাদ জানান। ওদিকে এই হামলার প্রতিবাদ ও তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা নীলনকশা অনুযায়ী কাজ করছে। তারই অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

গত কিছুদিন আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এই যে দুষ্কৃতকারীরা গুলি করছে- এরা কারা? তদন্তের মাধ্যমে এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে আজ বিএনপি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচি পালন করবে।

জামায়াতের উদ্বেগ: ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়।

তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি- হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হামলাটি পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচন বানচালের কোনো সুপরিকল্পিত চক্রান্ত কিনা- সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। 

ইসলামী আন্দোলনের বিক্ষোভ: ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে মিছিলে নেতৃবৃন্দ যোগ দেন। এছাড়া ইসলামী আন্দোলনের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা মেডিকেলে যান ওসমান হাদির চিকিৎসার খোঁজ-খবর নিতে। 

এনসিপি’র নিন্দা ও উদ্বেগ: ওসমান হাদির ওপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপরও সরাসরি আঘাত। এনসিপি গুরুতর আহত শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছে। গতকাল এনসিপি’র যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন স্বাক্ষরিক এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়, এই হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দেয়। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো, শরীফ ওসমান হাদি হামলার আগে হুমকির কথা প্রকাশ্যে জানানোর পরও তার নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এর আগে জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ের সামনে বারংবার ককটেল হামলা এবং একজন প্রার্থী হুমকি পাওয়ার পরেও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চরম ব্যর্থতা- দায়িত্বহীনতা, অদক্ষতা ও উদাসীনতার নগ্ন উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

এবি পার্টির প্রতিবাদ: ওসমান হাদির উপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যৌথ বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।