Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্বত্যাঞ্চলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আঞ্চলিক এই দলটি একই সঙ্গে তিনটি পার্বত্য আসনে প্রার্থী না দিতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে। 

আজ শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সই করা বিবৃতিকে সংগঠনের সভাপতি প্রসিত বিকাশ খীসা এমন আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রামভিত্তিক দলগুলো যেন জাতীয় পর্যায়ের দলের সঙ্গে জোট বা সমঝোতা না করে, সে বিষয়েও আহ্বান জানান।

ইউপিডিএফের বিবৃতিতে পশ্চাৎপদ পাহাড়ি জনগণের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া তুলে ধরার জন্য জাতীয় সংসদে নিজেদের জাতিসত্তার লোকের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এজন্য তিনটি সংসদীয় আসনে কোনো পাহাড়ি কিংবা অপাহাড়ি প্রার্থী না দিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ অন্য সব জাতীয় রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানানো হয়েছে। পাহাড়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রধান দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি সম্ভব নয়।