নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন বলেছেন, ‘একটি অশুভ চক্র চাঁদাবাজির মাধ্যমে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। নতুন বাংলাদেশ গড়তে হলে একটি আদর্শিক বিপ্লব প্রয়োজন। আমরা সেই বাংলাদেশ গড়ব।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত এক গণমিছিল ও শোডাউনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পেলে আমরা বাংলাদেশে ন্যায়বিচার এবং সেবা নিশ্চিত করব।’
শোডাউনের সময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাভভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ প্রমুখ।