বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি টানা এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন। বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ।
তিনি জানান, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। উন্নতি বা অবনতি কোনো দিকেই সন্তোষজনক পরিবর্তন নেই বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গতকাল সন্ধ্যার পর এভার কেয়ার হাসপাতালে যান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। পরে চারতলায় খালেদা জিয়ায়র স্বাস্থ্যর খোঁজ নিয়ে ও তার চিকিৎসায় নিয়োজিত চিকিতসকদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।