Image description

কয়েকটা সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অভিযোগ করে তিনি বলেছেন, ‘ছোট ছোট দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র, সেটাকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

 

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

 

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই। বহুদলীয় গণতন্ত্র সুস্পষ্ট করতে চাই, শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই। আমরা সমাজে একটি ফুলকে নয়, শত ফুল নিয়ে বসবাস করতে চাই।’

 

 

 

গণভোট ইস্যুতে তিনি বলেন, ‘গণভোটে একটা লিডিং প্রশ্ন থাকবে, জুলাই সনদ আপনি সমর্থন করেন নাকি করেন না। এমন প্রশ্নে হ্যাঁ বা না থাকলে হতো। গণভোটের প্রচারে শুধু দুটি মন্ত্রণালয় দিয়ে নয়, জনগণের অংশগ্রহণ লাগবে। এর জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’

 

 

 

নির্বাচনের তপশিল নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা বলেছিলাম, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, তখন তপশিল দিলে নির্বাচনটা সহজ হবে। গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলেছি এসব সংকট উত্তরণের পর তপশিল দিয়ে ভোটিং প্রসেসে যেতে।’

 

 

 

নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সংস্কার প্রস্তাব এসেছে। কমিশন সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এ সময়ে একটি দল আদালতের মধ্য দিয়ে ইসির ঘাড়ে একটি বন্দুক রাখছে।’