চকরিয়া খুটাখালীর পীর আবদুল হাই এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মঙ্গলবার সকালে চকরিয়ার খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় সালাহ উদ্দিন আহমদ সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষ, গণতন্ত্রের বিকল্প নাম ধানের শীষ, বাংলাদেশের বিকল্প নাম ধানের শীষ। দেশের মানুষের আস্থার মার্কা ধানের শীষ।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক।
এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন।
এর আগে সালাহউদ্দিন আহমদ পাঁচ দিনের সফরে আজ মঙ্গলবার ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে নেমে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর গাড়ি বহরযোগে নিজের নির্বাচনী এলাকায় রওনা দেন।