আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে ‘আমরা ধানের শীষ পরিবার’ ব্যানারে মশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি ব্যাংক মোড় হয়ে নাকাইহাট কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘জনবিচ্ছিন্ন ও সংস্কারপন্থি লিংকনকে মনোনয়ন দেওয়া হলে এ আসনটি হাতছাড়া হতে পারে।’ তারা বলেন, ‘জনপ্রিয় ও দলের দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ এ আসনের যোগ্য প্রার্থী।
তারা জানান, বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের কোনো পর্যায়েই শামীম কায়সার লিংকন সক্রিয় ভূমিকা রাখেননি। দীর্ঘ প্রায় ১৮ বছর তিনি ঢাকা ও দেশের বাইরে অবস্থান করায় তার প্রতি স্থানীয় নেতাকর্মীদের আস্থা নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন— হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক ছাত্রদল সভাপতি তৌফিক, যুবনেতা রাজু মণ্ডল, সাবেক ছাত্রনেতা সাকি, স্বেচ্ছাসেবক নেতা সজিব, নাকাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি বায়োজিত প্রধান ফুয়াদ, হরিরামপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন প্রধান ও সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান রোকনসহ প্রমুখ।