Image description

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ২৭ নভেম্বর। রোববার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

 

দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য খোরশেদ আলমের পক্ষে আজ অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে বাকি আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে শুনানি হয়নি।

গত ১৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৩১ জুলাই বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন। পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদারসহ ১২ জন, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়।

 

২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত তিনটি মামলায় বিচারের জন্য মোট ছয়টি মামলা পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাবেক রাজউক সদস্যরা।

 

দুদক জানায়, গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতি সংক্রান্ত পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২০৩ নং রাস্তার ছয়টি প্লট এমনভাবে বরাদ্দ দেন, যা আসলে তাদের অধিকারভুক্ত ছিল না।