বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে। এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।বুধবার (২২ জনিুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায় সেভাবে ২০২৪ সালেও পালিয়েছে।
- Home
- Travel
- Low budget
- 5 Simple Tips to Help Vegetarian or Vegan Travelers Eat Well, Anywhere
অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে: মঈন খান
« Previous article
Jacob deGrom Goes the Distance as Mets Top the Phillies