Image description

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্লেনটির ভেতর প্রবেশ করে তল্লাশি চালিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট।

তবে এখন পর্যন্ত বোমা বা বোমা সদৃশ কোনো বস্তুর সন্ধান মেলেনি। বর্তমান পরিস্থিতিও স্বাভাবিক।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে বিমানবন্দর সম্পূর্ণ স্বাভাবিক। বোমা আতঙ্কের সংবাদে তল্লাশি আরও আগেই সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর দ্রুতই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাত্রীদের নামিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

যে ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে সেটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।  

ওসি তাসলিমা সে সময় জানান, ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছিল। ফ্লাইটে থাকা যাত্রীদের তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে। তারা নিরাপদে নিয়ম অনুযায়ী বিমানবন্দর (ইমিগ্রেশন) ত্যাগ করছেন। ফ্লাইটটির ভেতর সে সময় তল্লাশি চালাচ্ছিল বোম্ব ডিসপোজাল ইউনিট।  

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি থেকে রওনা হয়েছিল। এরপর একটি অপরিচিত নম্বর থেকে পাওয়া কলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা হামলার হুমকি পায়। একটি অপরিচিত নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়।