Image description

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে শো-ডাউন মিছিল ও ফরম বিতরণের অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রদলের বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত এ শো-ডাউন মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় খেলার মাঠে সদস্য ফরম বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ উপলক্ষে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিবসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলাম শাওন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসেছেন। এটা রাজনৈতিক কার্যক্রম নয়; শুধু শিক্ষার্থীদের জন্য ফুটবল ম্যাচের আয়োজন করেছে।’

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘ওরা পরীক্ষা চলাকালীন বহিরাগতসহ মিছিল করেছে, বিষয়টি সাথে সাথে জানিয়েছি। যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফোন দিয়েছি তারা রিসিভ করেনি। এ ব্যাপারে কাল প্রো-ভিসি ম্যাম আসার পর আমরা আবার কথা বলব। যেহেতু সিন্ডিকেট রাজনীতি নিষিদ্ধ করেছে, তাই বিষয়টি আমরা প্রক্টরিয়াল বডি সিন্ডিকেটে আবার উত্থাপন করব।’