Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শুধু একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

আজ বুধবার (১৯ নভেম্বর ) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জাকির উপর জগৎদল পাথরের মত চেপে বসা একটি ভয়াবহ ফ্যাসিবাদ সরকার বিতাড়িত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। কোনভাবেই সুযোগ হাতছাড়া করা যাবে না।

বিএনপির মহাসচিব আরও বলেন, এখন সংস্কার নিয়ে নানান কথা শুনি। বিএনপিকে বলা হয় সংস্কারবিরোধী। অথচ দেশে বিএনপি সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেন। এরপর ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল রাজনৈতিক দল, গুণীজন, অংশীজনের পরামর্শে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করে।

শীর্ষনিউজ