Image description

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনয়নপ্রত্যাশী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদুয়ান হৃদয় বলেছেন, ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি-ধান্ধাবাজি-টেন্ডারবাজিতে ছাত্ররাই যুক্ত ছিলো। কিন্তু আমরা তো তাদের কাছে প্রত্যাশা করেছিলাম যে, তারাই আগামীর সুন্দর বাংলাদেশটা গঠন করবে। তবে ছাত্রদের সবাই যে খারাপ তা কিন্তু নয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংবাদদাতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় রিদুয়ান হৃদয় বলেন, আমরা ৭১–কে ধারণ করি, আবার ২৪–এর পরিবর্তনের তরঙ্গকেও ধারণ করি। কিন্তু ‘একাত্তরের চেতনা’ নামের সাইনবোর্ড টাঙিয়ে যারা বছরের পর বছর নিজেদের পকেট ভারি করেছে, তাদের প্রতি আমাদের ঘৃণা। জুলাইয়ের অভ্যুত্থান সেই চেতনা-ব্যবসায়ী রাজনীতির পরিণতি টেনে দিয়েছে, কবর রচিত হয়েছে ভণ্ডামির রাজনীতির।

এক পর্যায়ে সাংবাদিকরা তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন করলে রিদুয়ান হৃদয় বলেন, আমার ১১–১২ বছরের শ্রম, সংগ্রাম ও পথচলার অভিজ্ঞতা আজকের আমাকে তৈরি করেছে। আমার একটি প্রিন্টিং প্রেস রয়েছে, রয়েছে সাইবার সিকিউরিটি হাব। পাশাপাশি আমি দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করেছি, সাংবাদিকতাও করেছি। ৫ আগস্টের আগেই আমার মাসিক আয় ছিলো লাখ থেকে দেড় লাখ টাকার মতো।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণ-যুবকের হাতে গড়া বাংলাদেশ। তরুণ নেতৃত্ব সামনে এলে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। যদি দলীয় মনোনয়ন পাই এবং জনগণ আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, তাহলে আনোয়ারা–কর্ণফুলীকে শিল্পবান্ধব, কৃষিবান্ধব ও কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করবো।

মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, যুবসমাজের অগ্রগামী ভূমিকা, কর্ণফুলী–আনোয়ারার শিল্প সম্ভাবনা এবং আসন্ন নির্বাচনে এনসিপির অবস্থান ও কৌশল নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুবশক্তির সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন, কাজী জাবেদ, ইশতিয়াকুল ইসলাম জয়, মাহমুদুল হাসান, আরেফিন সুমনসহ দলীয় নেতাকর্মীরা।