Image description

বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে যুক্ত ছিল—তারাই এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগ করছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা নাশকতার কাজে ব্যয় হচ্ছে।

তিনি দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই; কারা এসব ঘটাচ্ছে তার নমুনা এখন স্পষ্ট।

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় বিএনপি উল্লেখ করে রিজভী বলেন, এমন পরিবেশ দরকার যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে।

শেখ হাসিনার ‘অপরাধের’ যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আগের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা নির্দেশিত আদালত এখন আর চলবে না—এটাই জনগণের প্রত্যাশা।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার ‘নির্দেশনা দেওয়া’ আইনসংগত নয় উল্লেখ করে রিজভী প্রশ্ন করেন—ভারত কেন এসব সুযোগ দিচ্ছে? তার মতে, একজন ‘অপরাধীকে আশ্রয়’ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে, যা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করলে সেই ব্যয় চাঁদা হিসেবে দান করতে হবে।