২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শোনার পর কান্না ধরে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সোমবার রায় ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘আড়াই ঘণ্টা ধরে আমি পুরোটা রায় শুনেছি। রায় শোনার পর থেকে কান্না ধরে রাখতে পারছি না। যখনই শহীদ পরিবারদের দেখানো হয় - আমি কেঁদে ফেলি। আমার বয়সে এসে আপনি মেনে নিতে পারবেন না যে, একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। আমাদের সন্তানেরা মারা গেছে আমাদের জন্য - এই ভয়াবহ দুঃসংবাদ আপনি কারো বাবা হলে নিতে পারবেন না।’
তিনি লেখেন, ‘বহুদিন ধরে বহু মানুষকে বলেছি যে পৃথিবীতে আমি কেবল একটা মানুষকেই সত্যিকার অর্থে ঘৃণা করি এবং পৃথিবীতে কেবল একটা মানুষকেই আমি যদি হত্যা করি— আমার এক সেকেন্ডের জন্য রিমোর্স হবে না। বাকি জীবন বরং আমি গর্ব করতে পারবো। আমি জানি যে, শেখ হাসিনার বিচার হয়তো কার্যকর হবে না। তাও এই রায় শুনে একটা স্বস্তি বোধ করেছি।’
তিনি আরও লেখেন, ‘এই স্বস্তিটাই মনে হয় প্রতীক। যে বিচার হতে হবে। শেখ হাসিনার ফাঁসি আমার জন্য উল্লসিত হওয়ার কিছু না। কিন্তু ০ যে আসার বিন্দু। আমি শুধু একটু রিলিভড টুডে। শেখের বেটি! তোমাগোরে শান্তিতে থাকতে দিমু না। আবু সাইদের বাবার দুঃখ আর হতাশা তোমার পরিবারের প্রত্যেকটা...কে পাইতে হবে।’