Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আলুর সিন্ডিকেট ওনার লোকেরাই নিয়ন্ত্রণ করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কৃষক উইংয়ের একটি আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বুধবার (১২ নভেম্বর) বিএনপি আয়োজিত আলেচনা সভায় তারেক রহমান বলেন, ‘আলু চাষিদের যে ভর্তুকি প্রয়োজন, আবদার মেটাতে গিয়ে গণভোট করতে গেলে সমপরিমাণ অর্থ ব্যয় হবে। গণভোটের চেয়ে তাই আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন। জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট উৎপাদনের চেয়ে পেঁয়াজের সংরক্ষণাগার বেশি প্রয়োজন। কিন্তু ওইসব চাষিদের কথা বলার মতো দেশে কেউ নেই, এটাই দুর্ভাগ্য।’
 
এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাসীরুউদ্দীন বলেন, ‘ওনার হয়তো অজ্ঞতা রয়েছে, আলুর সিন্ডিকেট ওনার লোকেরাই নিয়ন্ত্রণ করছেন।’
 
তিনি আরও বলেন, ‘গণভোটের বিতর্কের কারণে দেশটা আরেকটি অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত হোক এটা আমরা চাই না। রাজনীতিতে এলিটিজমের প্রভাব উৎখাত করতে হবে।’
 
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
 
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিল, তাদের টাকায় নাশকতা চলছে। আওয়ামী লীগের এই অর্থ কাঠামো ভেঙে দিতে পারেনি সরকার।’
 
প্রধান উপদেষ্টা জুলাই সনদের আদেশ জারি না করলে আইনি ভিত্তি থাকবে না উল্লেখ করে অবিলম্বে আদে জারির আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
একই প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘অন্যান্য দল জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিলের একটা দলিল করতে চেয়েছে, শুধুমাত্র আমরা এটাকে নিয়ে ফাইট দিয়েছি। এই মুহূর্তে আমাদের সংগ্রাম জুলাই সনদের মাধ্যমে যেটুকু সংস্কারে আমাদের সুযোগ রয়েছে, সেটা বাস্তবায়ন করা।
 
তিনি আরও বলেন, ‘নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু এই সরকার বুঝে না। জুলাই সনদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি না করলে পরবর্তীতে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।’
 
দেশের অরাজকতা নিয়ে তুষার বলেন, ‘দেশে এত অরাজকতা হচ্ছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য নেই। তার পদক্ষেপ নেই, তৎপরতাও দেখা যাচ্ছে না।’
 
শেখ হাসিনাকে দেশে বিচারের মুখোমুখি করা এই সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী সরকারকে ছেড়ে দিলে হবে না।’
 
তারেক রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির এই নেতা বলেন, ‘কৃষককে গণভোটের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। গণভোট মানেই হচ্ছে কৃষকের ক্ষমতা। তাই এটি সবচেয়ে বেশি দরকার কৃষকের। পণ্যের ন্যায্যমূল্য তাদের অধিকার। সেই অধিকার নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে।’