আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এমপি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতিতেও সেরে রেখেছে দলটি, পাশাপাশি চলছে নির্বাচনী প্রচার-প্রচারণাও।
জামায়াতের প্রার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ৩০০ আসনে প্রার্থীদের মধ্যে দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরসহ ১৮ জন চিকিৎসক দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।
জানা গেছে, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নির্বাচন করবেন।
এ ছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিভিন্ন পর্যায়ের আরও ১৬ জন চিকিৎসককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াত। শনিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনডিএফের অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক।
তালিকায় থাকা জামায়াতে অন্য প্রার্থীরা হলেন
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল (শরীয়তপুর-২); অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান (কিশোরগঞ্জ-৩); অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর (রাজশাহী সদর-২); আল মানার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলতান আহমেদ বরগুনা-২; ডা. একেএম ফজলুল হক (চট্টগ্রাম-৯); ডা. আবু বকর সিদ্দিক (মানিকগঞ্জ-১)
ডা. ফরিদুল আলম (চট্টগ্রাম-১২); ডা. শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম-১৪); যুক্তরাজ্যপ্রবাসী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ (যশোর-২); ডা. মুহাম্মদ আবু নাছের (চট্টগ্রাম-৮); ডা. এ কে এম আবদুল হামিদ (টাঙ্গাইল-৬); ডা. এসএম খালিদুজ্জামান (ঢাকা-১৭); ডা. এ টি এম রেজাউল করিম (চট্টগ্রাম-৭); ডা. আব্দুল বারী (রাজশাহী-৪); এবং ডা. আব্দুর রহিম সরকার (গাইবান্ধা-৫)