Image description

দশম গ্রেডে উন্নতিকরণসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে গতকাল (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের শিক্ষকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষকদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, যখন আমাদের শিক্ষকেরা যৌক্তিক দাবিদাওয়া জানাতে রাজপথে নেমে আসছেন তখনই তাদের উপর ভয়াবহ পুলিশি আক্রমণ নেমে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দশম গ্রেডে উন্নতিকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে গতকাল পুলিশি হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। গতকালের হামলার প্রতিবাদে এবং দশম গ্রেডে উন্নতিকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আজ দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। একইসাথে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

তারা আরও বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করছি। একইসাথে শিক্ষকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আমাদের শিক্ষকদের উপর কোন আক্রমণ আমরা সহ্য করব না। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনপ্রকার টালবাহানা না করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।