টেকনাফে বিএনপি নেতা ইউনুছ মেম্বার হত্যা ঘটনায় ইয়াবা সম্রাট খ্যাত মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াকে প্রধান আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে নিহত ইউনুছ মেম্বারের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে মামলাটি টেকনাফ থানায় দায়ের করেন।
গত ৫ নভেম্বর সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী গেইটের দক্ষিণ পাশে পুত্তাপোল ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান অবস্থায় সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি ইউনুছ মেম্বারের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে (নং–জি.আর–৭৯৯/২৫ইং)। মামলায় নামীয় প্রধান আসামি করা হয়েছে হ্নীলা রঙ্গিখালীর ছৈয়দুর রহমান ওরফে ছৈয়দ মেম্বারের পুত্র ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাযেদ মো. নাজমুন নূর সাংবাদিকদের মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে কোনো ধরনের রাজনীতি, প্রতিহিংসা বা বাণিজ্য না করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।