Image description

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। 

ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজার ও ডেঙ্গার মোড় ছাড়াও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড, রামগোপালপুর বাস স্ট্যান্ড, নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ করা হয়। এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজনেই ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 

এর মধ্যে গত সোমবার ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান। পরে মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকরা সোমবার রাতেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করে।

আজ মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথ অবরোধ করেন তারা। পরে রাতে বিভিন্ন জায়গায় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।