Image description

‘এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু’—মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকি দেওয়ার অভিযোগে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমানের সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

সোমবার যুগান্তর অনলাইনে ‘নির্বাচনডা হোক, তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিনই হারুনকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গত রোববার হারুন ও বস্তির এক বাসিন্দার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যুগান্তরের হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মেরে ফেলার হুমকি দেন হারুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর ট ব্লক বস্তিতে হারুনের কয়েকশ অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন হারুন। প্রায় ২ মাস আগে ওই বস্তিতে ডেসকো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা হয়। মামলায় ১৩ লাখ টাকা জরিমানা করে ডেসকো।

মামলার টাকা জোগাড় করতে ট ব্লক বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন। ওই ব্যক্তি হারুনের চাহিদামত টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

 

স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন, ‘আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাব?’

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ ফরিদ হোসেন বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় হারুনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে।’