বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।’ তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের বিচার করবেন আদালত, আমরা আইন হাতে তুলে নেব না।’ গত রবিবার (২ নভেম্বর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়ায় আওয়ামী লীগ করে এমন অনেক লোক আছে না? তো আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের ওপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন-সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি বিএনপি করে ১৫ বছর কলাপাড়া থাকতে পারি, তো উনাদেরও রাইট (অধিকার) আছে না কলাপাড়া থাকার?’
তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে অনেকে পালিয়েছে এবং তাদের বিচার করবেন আদালত।
বিএনপির এই নেতা বলেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।