Image description

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এসময় জামায়াতের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে দলে বরণ করে নেন।

সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০১৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়।

যোগদান অনুষ্ঠানে মামুন বলেন, “দীর্ঘ প্রায় ১১ বছর আমি বিএনপি থেকে সাময়িকভাবে বরখাস্ত ছিলাম। ৯ বার আবেদন করেও দলে ফেরার সুযোগ পাইনি। তাই বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “নিজ স্বার্থে নয়, কোনো পদ বা পদবির আকর্ষণে নয়—মানুষের কল্যাণে রাজনীতি করি। বর্তমান পরিস্থিতিতে বিএনপিতে যুক্ত থাকার যৌক্তিকতা খুঁজে পাইনি।”

রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে পদত্যাগ করে তিনি বামনায় আসেন। পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হলেও ১৯৯৭ সালে দল থেকে বহিষ্কৃত হন। পরে ২০০২ সালে বিএনপিতে যোগ দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনপির বরগুনা জেলা সদস্যসচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন ও বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা জানান,

“২০১৪ সালের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মামুন। সে কারণেই তাকে বহিষ্কার করা হয়। এরপর তিনি একাধিকবার দলে ফেরার আবেদন করলেও তা গৃহীত হয়নি।”

রোববারের জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং বামনা সদর আর রশীদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ/