বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, রাজনীতিতে অর্থই বড় হয়ে দাঁড়াচ্ছে, যা জুলাই পরবর্তী জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নুর লেখেন, ‘রাজনীতিতে শেষ পর্যন্ত 'মানি ম্যাটার' হয়ে দাঁড়াচ্ছে! কিন্তু জুলাই পরবর্তীতে তো আমরা এমন রাজনীতি চাইনি।’
এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি। তালিকা যাচাই-বাছাই ও আলোচনার পর প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসব প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে একই দিন বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার এ বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন বিএনপি মহাসচিব।