Image description

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় ঝালকাঠি-০২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী করা হয়। তবে ঝালকাঠি-০১ আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন, দিনাজপুর-৩ আসন ও ফেনি -১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত এই তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

দলের নেতাকর্মীরা ইলেন ভুট্টোর মনোনয়নের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তার নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।